দেশ বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: জিএম কাদের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() জিএম কাদের : ফাইল ছবি সোমবার (১৭ মার্চ) জাপার বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ব্যর্থ হচ্ছে। বিভিন্ন ধরণের ঘটনা ঘটছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। গণমানুষের জান-মালের নিরাপত্তা নেই। দেশের মানুষ অতংকের মাঝে বাস করছে। টিসিবি’র লম্বা লাইন দেখেই বোঝা যায় মানুষের অর্থনৈতিক অবস্থা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরছে। দেশের মানুষ মারাত্মক কষ্টে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক অস্থিরতার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যাংকগুলো ব্যবসায়ীদের প্রয়োজন মাফিক অর্থ সহায়তা দিতে পারছে না। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে, বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। স্বাভাবিকভাবে এমন বাস্তবতায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চিয়তা বৃদ্ধি অব্যাহত থাকবে। আমরা চাই, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |