রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা
নিজস্ব প্রতিবেদক:
|
![]() রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা উপদেষ্টা মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে অডিটরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগ নির্ণয়ের সক্ষমতা প্রশংসনীয়। তবে তিনি ডাক্তারদের উদ্দেশে বলেন, “আপনারা ভালো কাজ করছেন, কিন্তু প্রচার কম। জনগণ যেন আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সেজন্য প্রচার বাড়াতে হবে।” ![]() রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা মতবিনিময় সভায় বক্তারা জানান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল গবাদি পশু, পোষা প্রাণী, হাঁস-মুরগি ও পাখির চিকিৎসার মাধ্যমে প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করছে এবং খামারিদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও জিডিপি বৃদ্ধিতে অবদান রাখছে। সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল আজিজ আল মামুনসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, হাসপাতালটি রবি থেকে বৃহস্পতিবার দুই শিফটে (সকাল ৮টা-দুপুর ২টা এবং দুপুর ২টা-রাত ৮টা), শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |