রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৯ পিএম

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার আগে ও পরে রোগের ধরনে মানুষ ও প্রাণীকে পৃথক করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, শিগগিরই হাসপাতালে মানুষ ও প্রাণীর জন্য একই ওষুধ ব্যবহৃত হতে পারে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদের সংজ্ঞায় মানুষও অন্তর্ভুক্ত, কারণ প্রাণী বলতে মানুষকে বাদ দেওয়া যায় না। 


উপদেষ্টা মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে অডিটরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগ নির্ণয়ের সক্ষমতা প্রশংসনীয়। তবে তিনি ডাক্তারদের উদ্দেশে বলেন, “আপনারা ভালো কাজ করছেন, কিন্তু প্রচার কম। জনগণ যেন আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সেজন্য প্রচার বাড়াতে হবে।” 
রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ফরিদা

ফরিদা আখতার আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত সংসাধন নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি ভেটেরিনারি ডাক্তারদের পোষা প্রাণীর চিকিৎসায় অবদান এবং সমাজে এনিমেল ওয়েলফেয়ার সংগঠনগুলোর কাজের প্রশংসা করেন। হাসপাতালে জনবল ও পরিবহন সংকট দূর করা এবং ডে-কেয়ার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

মতবিনিময় সভায় বক্তারা জানান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল গবাদি পশু, পোষা প্রাণী, হাঁস-মুরগি ও পাখির চিকিৎসার মাধ্যমে প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করছে এবং খামারিদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও জিডিপি বৃদ্ধিতে অবদান রাখছে। 

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল আজিজ আল মামুনসহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, হাসপাতালটি রবি থেকে বৃহস্পতিবার দুই শিফটে (সকাল ৮টা-দুপুর ২টা এবং দুপুর ২টা-রাত ৮টা), শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com