অভ্যুত্থান-পরবর্তী দেশ পুনর্গঠনে আসছে নতুন প্ল্যাটফর্ম
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:১৭ পিএম

অভ্যুত্থান-পরবর্তী দেশ পুনর্গঠনে আসছে নতুন প্ল্যাটফর্ম

অভ্যুত্থান-পরবর্তী দেশ পুনর্গঠনে আসছে নতুন প্ল্যাটফর্ম

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর সমন্বয়ে বাংলাদেশে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এর নাম এখনো ঘোষণা করা হয়নি, আগামী এপ্রিলের মধ্যে এটি আত্মপ্রকাশ করবে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবেন।  

হাসিনা সরকার পতনের আন্দোলনে সক্রিয় ছিলেন জুনায়েদ ও রিফাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তারা। পরে জাতীয় নাগরিক কমিটিতে পদ পান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার বিষয়েও আলোচনা চলছিল। তবে শেষ মুহূর্তে তারা এনসিপিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।  

এ প্রসঙ্গে আলী আহসান জুনায়েদ বলেন, "আমি পার্টির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও আর্থিক স্বচ্ছতা সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছিলাম, যা আমাকে সন্তুষ্ট করতে পারেনি।"

রাফে সালমান রিফাত জানান, "নাগরিক পার্টির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তবে আমরা সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেইনি।" 

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই দুই নেতা মনে করেন, অভ্যুত্থানের মূল চেতনা দুর্বল হয়ে যাচ্ছে। তাই নতুন প্ল্যাটফর্মটি "পলিটিকাল প্রেশার গ্রুপ" হিসেবে কাজ করবে। তাদের লক্ষ্য একটি ফ্যাসিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে দুর্নীতি ও কর্তৃত্ববাদের অবসান হবে।

জুনায়েদ বলেন,  "আমি বিশ্বাস করি, জনগণ আমাদের আন্দোলনকে প্রথম দিন থেকেই দেখছে। তাদের সঙ্গে নিয়েই এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাবো।"

তিনি আরও বলেন, "আমাদের প্ল্যাটফর্ম রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে। জনগণকে বোঝাতে হবে—যদি পরিবর্তন না আসে, তবে কোনো রাজনৈতিক দলই জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে না।"




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com