বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান রুহী আফজালের
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:২৯ পিএম

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান রুহী আফজালের

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান রুহী আফজালের

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী, জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেত্রী রুহী আফজাল বলেছেন, “সিয়াম সাধনার এই পবিত্র মাসে ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে আল্লাহর ভীতি হৃদয়ে ধারণ করে পরকালের জন্য ভালো ফলাফল অর্জন করতে হবে।” তিনি এই মাসে বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

রুহী আফজাল আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে লালন করে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমাদের জনবান্ধব রাজনীতির মাধ্যমে জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণই বিএনপির মূল শক্তি। তাই নেতাকর্মীদের গ্রুপিং পরিহার করে ঐক্যবদ্ধভাবে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে এবং তাদের ভালোবাসা অর্জন করতে হবে।” তিনি সিরাজগঞ্জ-৩ এর রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গাবাসীর কাছে জনগণের ভালোবাসার বন্ধনে আমৃত্যু আবদ্ধ থাকার জন্য দোয়া প্রার্থনা করেন।

স্থানীয় ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু। সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি সোলায়মান হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল এবং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি নেতা জাহাঙ্গীর তালুকদারসহ সলঙ্গা থানা ও ধুবিল ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com