বগুড়ার শেরপুরে ধারালো অস্ত্রদিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
![]() বগুড়ার শেরপুরে ধারালো অস্ত্রদিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা শনিবার (২২ মার্চ) রাত এগারোটার দিকে ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশের চারমাথায় এ ঘটনাটি ঘটে। নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশীরা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এবং তার পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হই এগুলো ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের ৷ ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |