বাহরাইনে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বাহরাইনে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক সম্প্রতি এলএমআরএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হওয়া সাক্ষাতের বিষয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১৯ মার্চ এলএমআরএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। রাষ্ট্রদূত প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাহী কর্মকর্তাকে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসঙ্গে নির্বাহী কর্মকর্তাকে এলএমআরএ-এর সঙ্গে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য রাষ্ট্রদূতসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনিয়মিত শ্রমিকদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং দূতাবাসের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে বাংলাদেশি কর্মীরা উপকৃত হয়েছে। এছাড়া তিনি প্রবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা এবং বাহরাইনে বসবাসরত অবস্থায় আইন কানুন মেনে চলার জন্য বাংলাদেশ দূতাবাসের ভূমিকার উপর জোর দেন, যা সকল পক্ষের অধিকার রক্ষা করে একটি স্থিতিশীল কর্মপরিবেশ তৈরিতে অবদান রাখে। রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে কর্মীদের দেশে ছুটিতে থাকা অবস্থায় ভিসা বাতিল, সিআর বাতিল করণের ফলে ওই সিআর এর আওতাধীন কর্মীদের ভিসা বাতিল, কর্মীদের সুরক্ষায় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং এলএমআরএ-এর নতুন রেজিস্ট্রেশন পদ্ধতির আওতায় নিবন্ধনকৃত কর্মীদের মৃতদেহ দেশে পাঠানোতে সংশ্লিষ্টতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কর্মীদের পক্ষে সমাধানে এলএমআরএ-এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়সমূহের ইতিবাচক সমাধানে এলএমআরএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তার চেষ্টা অব্যাহত রাখবেন মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |