মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল
মালদ্বীপ প্রতিনিধি:
|
![]() মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল সংগঠনের আহ্বায়ক মাসুম মুন্নার সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর নবী মানিক ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক, আলতাফ হোসেন, আলমগীর মজুমদার, রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী। প্রধান অতিথি খলিলুর রহমান বলেন, “আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মালদ্বীপে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি রয়েছে, আগামীতে যুবদলের কমিটিও আসবে। তারেক রহমানের হাত শক্তিশালী করতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, আলমগীর হোসেন, ফয়সাল আমিন, মো. খোকন, মো. মহিউদ্দিন, মো. আলী, প্রস্তাবিত যুবদলের নেতা আরিফুল ইসলাম, আবদুল মান্নান, মাহাবুব আলম প্রমুখ। ইফতারের আগে কুরআন তিলাওয়াত ও রমজানের ফজিলত নিয়ে আলোচনা হয়। প্রবাসী সাংবাদিক মো. আল আমিন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করেন। শেষে, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মাসুম মুন্না সবাইকে ধন্যবাদ জানান। ডেল্টা টাইমস/কে এম ওমর ফারুক/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |