ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখায় হাফেজে কুরআন সংবর্ধনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:১১ পিএম

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখায় হাফেজে কুরআন সংবর্ধনা

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখায় হাফেজে কুরআন সংবর্ধনা

রাজধানীর মিরপুরে গ্রান্ড প্রিন্সে শনিবার ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ১৫০ জন হাফেজে কুরআনকে সম্মাননা ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “একজন হাফেজে কুরআনকে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে অনেক সম্মানিত করবেন। তাই প্রত্যেক হাফেজকে ভালো আলেম হতে হবে এবং কুরআনের আহ্বান সমাজের কাছে উপস্থাপন করতে হবে। পাশাপাশি আমি বিশ্বাস করি, পূর্ণ কুরআনকে হৃদয়ে ধারণ করা মানুষগুলো যদি আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনানি হিসেবে ভুমিকা পালন করে তাহলে এই জমিনে কুরআনের বিজয় ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই।”

তিনি আরো বলেন, “কুরআন মুখস্থের পাশাপাশি অর্থসহ এবং তাফসির অধ্যায়ন করা দরকার। কুরআন কেন নাযিল হয়েছে সেটা অনুধাবন করতে হবে। এবং কুরআনের সুমহান আদর্শ ধারণ করে সেটা বিশ্বমানবতার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

শাখা সভাপতি ফিলিস্তিনের মুক্তি কামনা করে বক্তব্যে বলেন, “শিক্ষাব্যাবস্থার মধ্যে যে দ্বিমুখী অবস্থা বিরাজ করছে, তার কারণে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ ও সরকারি গুরুত্বপূর্ণ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জেনারেল শিক্ষায় নৈতিক শিক্ষার সমন্বয় সাধন হচ্ছে না। তাই যারা শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনা করছেন তাদের মাঝে নৈতিক শিক্ষার অভাব থাকায় দূর্নীতিগ্রস্থ হয়ে যাচ্ছেন।”


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com