ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:২৭ পিএম

ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষিত

ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষিত

নগর–পরিকল্পনাবিদদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মন্ডল এবং মনোনীত অপর সদস্য পরিকল্পনাবিদ মোঃ ইউসুফ জামিল। 

রোববার (২৩ মার্চ) বিআইপি’র ১৬তম কার্যনির্বাহী পরিষদের সুপারিশক্রমে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিআইপির অফিশিয়াল সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা কমিটি পরিকল্পনা পেশা এবং পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি দপ্তর, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও পেশাজীবী গোষ্ঠীকে অবহিত করবে। কমিটির সদস্যরা বিআইপির প্রতিনিধিত্ব করে সম্মুখ ভূমিকা পালন করবেন।

কমিটির কার্যক্রমের মধ্যে রয়েছে জেলা ও উপজেলায় পরিকল্পনা পেশা, প্রয়োজনীয়তা এবং বিআইপির কার্যনির্বাহী পরিষদের কার্যাবলী সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়া, বিআইপির প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা পালন করা হবে। জেলা কমিটি বিআইপির যেকোনো সভা, সেমিনার, ওয়ার্কশপ বা ট্রেনিং আয়োজনে সহায়তা প্রদান করবে।

এছাড়া, বিআইপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে জেলা পর্যায়ে যেকোনো প্রকল্প, পরিকল্পনা বা উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম এবং প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কিত কাজে প্রতিনিধিত্ব করবে জেলা কমিটি।

জেলা কমিটির সদস্যরা বিআইপির সদস্য এবং স্টুডেন্ট মেম্বারদের যেকোনো পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে সহায়তা প্রদান করবে এবং প্রয়োজন সাপেক্ষে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। 

এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সদস্য সচিব ফাহিম আহম্মেদ মন্ডল বলেন, “বিআইপি’র ময়মনসিংহ জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের প্রধান লক্ষ্য হবে বিআইপির কার্যক্রমকে জেলার তৃণমূল পর্যায়ে গতিশীল এবং ফলপ্রসূ করা, যাতে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত হয়।”



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com