ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষিত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ময়মনসিংহে বিআইপি’র নতুন কমিটি ঘোষিত রোববার (২৩ মার্চ) বিআইপি’র ১৬তম কার্যনির্বাহী পরিষদের সুপারিশক্রমে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিআইপির অফিশিয়াল সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা কমিটি পরিকল্পনা পেশা এবং পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি দপ্তর, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও পেশাজীবী গোষ্ঠীকে অবহিত করবে। কমিটির সদস্যরা বিআইপির প্রতিনিধিত্ব করে সম্মুখ ভূমিকা পালন করবেন। কমিটির কার্যক্রমের মধ্যে রয়েছে জেলা ও উপজেলায় পরিকল্পনা পেশা, প্রয়োজনীয়তা এবং বিআইপির কার্যনির্বাহী পরিষদের কার্যাবলী সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়া, বিআইপির প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা পালন করা হবে। জেলা কমিটি বিআইপির যেকোনো সভা, সেমিনার, ওয়ার্কশপ বা ট্রেনিং আয়োজনে সহায়তা প্রদান করবে। এছাড়া, বিআইপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে জেলা পর্যায়ে যেকোনো প্রকল্প, পরিকল্পনা বা উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম এবং প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কিত কাজে প্রতিনিধিত্ব করবে জেলা কমিটি। জেলা কমিটির সদস্যরা বিআইপির সদস্য এবং স্টুডেন্ট মেম্বারদের যেকোনো পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে সহায়তা প্রদান করবে এবং প্রয়োজন সাপেক্ষে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সদস্য সচিব ফাহিম আহম্মেদ মন্ডল বলেন, “বিআইপি’র ময়মনসিংহ জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের প্রধান লক্ষ্য হবে বিআইপির কার্যক্রমকে জেলার তৃণমূল পর্যায়ে গতিশীল এবং ফলপ্রসূ করা, যাতে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত হয়।” ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |