জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস-এর ঐতিহ্যবাহী “চেইন হ্যান্ডওভার” অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() . বিদায়ী সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ব্যারিস্টার এসএম আবিদ উর রহমানের কাছে নেতৃত্বের চেইন হস্তান্তর করেন। এ সময় জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানসহ ন্যাশনাল গভর্নিং বডির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, এলপিসহ সকল পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস-এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার রাফায়েলুর রহমান মেহেদিকেও তার বিশেষ অবদানের জন্য সম্মান জানানো হয়। এছাড়াও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং মেন্টর সামিয়া তাহসিনকে নতুন বোর্ড মেম্বাররা শুভেচ্ছা জানান। নবনিযুক্ত সভাপতি ব্যারিস্টার এস.এম. আবিদ উর রহমান আইনজ্ঞ হওয়ার পাশাপাশি কর্পোরেট ও ডেভেলপমেন্ট সেক্টর স্পেশালিস্ট। নতুন দায়িত্ব গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আসন্ন বছরের জন্য তার প্ল্যান অফ একশন তুলে ধরেন। তিনি কমিউনিটির বিকাশ, আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং তরুণ নেতাদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |