নাগরপুরে শৌখিন ধান চাষির মুখে সোনালি হাসি
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৩০ এএম

নাগরপুরে শৌখিন ধান চাষির মুখে সোনালি হাসি

নাগরপুরে শৌখিন ধান চাষির মুখে সোনালি হাসি

টাঙ্গাইলের নাগরপুরে সৌখিন ধান চাষি ও পেশায় ফার্মাসিস্ট দুলাল চন্দ্র সরকার ধান চাষে এনেছেন ব্যতিক্রমধর্মী ভিন্নতা। এর আগে তিনি বেগুনি পাতার ধান আবাদ করে আলোচনায় আসেন। এবার ব্রি ধান-১০৮ জাতের সবুজ পাতার উচ্চফলনশীল ধান চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন।

উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘিওরকোল মধ্যপাড়ার দুলাল সরকার জানান, কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মনিরুল ইসলামের পরামর্শে তিনি ব্রি-১০৮ জাতের ধানের চারা তৈরি করে ১টি করে চারা নির্দিষ্ট দূরত্বে রোপণ করেন। অন্য জাতের তুলনায় এটি আগে ঘরে তোলা সম্ভব এবং ফলনও বেশি—এ দেখে আশেপাশের অনেক কৃষকই আগ্রহ দেখাচ্ছেন।

ব্রি ধান-১০৮: উচ্চ ফলন ও স্বাস্থ্যসম্মত চাল

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ব্রি-১০৮ জাতটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এবং এটি বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য অনুমোদিত। এ জাতের প্রতিটি ছড়ায় ২৫০ থেকে ২৭০টি ধান থাকে, গড় ফলন ৮.৭ টন/হেক্টর, যা ব্রি ধান-১০০ এর চেয়ে প্রায় ১–১.৫ টন বেশি। এর চাল মাঝারি লম্বা, চিকন এবং জিরা চালের মতো দেখতে। ভাত ঝরঝরে, সাদা রঙের এবং এতে আমাইলোজ ২৪.৫% ও প্রোটিন ৮.৮%—যা একে স্বাস্থ্যকর করে তুলেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম রাসেদুল হাসান জানান, “এই উপজেলায় প্রথমবারের মতো ব্রি-১০৮ জাতের ধান চাষ হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। জিরা চালের বিকল্প হিসেবে বাজারে এর ভালো চাহিদা তৈরি হবে বলে আশা করা যায়।”

তিনি আরও জানান, অন্যান্য কৃষকরাও এখন ব্রি-১০৮ চাষে আগ্রহ দেখাচ্ছেন। তাই কৃষি বিভাগ এই জাতের বীজ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পরিকল্পনা গ্রহণ করেছে।


ডেল্টা টাইমস/মো. আমজাদ হোসেন রতন/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com