বাংলাদেশ আইন সমিতি ইউকে’র প্রথম নারী সাধারণ সম্পাদক হলেন মাহমুদা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বাংলাদেশ আইন সমিতি ইউকে’র প্রথম নারী সাধারণ সম্পাদক হলেন মাহমুদা সংগঠনটির বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিকের সভাপতিত্বে ব্যারিস্টার খালিদ ইয়াহইয়ার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে সমবেত জাতীয় সংগীত পরিবেশনার পর সংগঠনটির সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমানের নির্দেশনায় সাধারণ সভা শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী এবং সাদিয়া আইরিন অন্তরা। এরপর অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট ঝুমুর দত্ত। প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয় শুভেচ্ছা স্মারক। আনন্দমুখর এই বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যরা। অনুষ্ঠানজুড়ে ছিল মিলনমেলা, স্মৃতিচারণা এবং শিশুদের জন্য ছিল বিশেষ পর্বের আয়োজন ও উপহার। মিলন মেলায় সংগঠনের প্রাক্তন সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সলিসিটর নাজির উদ্দীন চৌধুরী, ব্যারিস্টার সলিসিটর ওয়াসিফুর রহমান তালুকদার, ব্যারিস্টার সলিসিটর নিজামুল হক, ব্যারিস্টার সলিসিটর আবুল কালাম, ব্যারিস্টার সলিসিটর এনামুল হক এবং ব্যারিস্টার সলিসিটর এম কিউ হাসান। প্রাক্তন সাধারণ সম্পাদকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সলিসিটর কামরুল হাসান, ব্যারিস্টার ও সাবেক বিচারক মুহাম্মাদ মুজীবুর রাহমান এবং ব্যারিস্টার মোহাম্মাদ মনিরুল ইসলাম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সোসাইটি ফর বৃটিশ বাংলাদেশি সলিসিটরস এর প্রতিষ্ঠাতা সভাপতি সলিসিটর সহুল আহমেদ মকু ও প্রাক্তন সভাপতি ব্যারিস্টার সলিসিটর এহসানুল হক সুমন এবং এর বর্তমান সভাপতি ব্যারিস্টার সলিসিটর মোহাম্মাদ নুরুল গাফফার, আইন সমিতি ইউকে'র সাবেক নির্বাচন কমিশনার ডক্টর আশরাফ উদ্দীন, ব্যারিস্টার সলিসিটর চৌধুরী হাফিজ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের বিধান গোস্বামী, বিভিন্ন পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলনে বিগত বছরে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য বারোজন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাবলিক একসেস ব্যারিস্টার এবং বাংলাদেশ বিচার বিভাগের সাবেক বিচারক ব্যারিস্টার মুহাম্মাদ মুজীবুর রাহমানকে তার ইংল্যান্ড এর উচ্চ আদালতসহ সকল আদালতে অভূতপূর্ব আইনি সফলতা এবং সুনিপুণ ও মনোমুদ্ধকর এডভোকেসি দক্ষতার জন্য ইংল্যান্ড এর ব্যারিস্টারদের রেগুলেটরি কর্তৃপক্ষ বার স্ট্যান্ডার্ড বোর্ডস কর্তৃক পিউপিলেজ ও অন্যান্য প্রশিক্ষণ থেকে Full Waiver (সম্পূর্ণ ভাবে অব্যাহতি) দেয়া হয়। এ বিরল দৃষ্টান্ত এর আগে কখনও ঘটেনি। এর স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার মুহাম্মাদ মুজীবুর রাহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যান্ড ডিনার পরিবেশন। অনুষ্ঠানের এই পর্বের পাশাপাশি চলতে থাকে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। ব্যারিস্টার নুরুল আমিন, অ্যাডভোকেট সাবেরা ইকরাম এবং কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী এবং ব্যারিস্টার সলিসিটর মিজানুর রহমান। এছাড়াও ভোট গৃহীত হয় সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের উপর। একটি পরিচ্ছন্ন নির্বাচনী প্রচারণা এবং সুষ্ঠু ভোট গ্রহণ ও গণনা শেষে বিপুল ব্যবধানে নতুন সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী। ব্যারিস্টার মুহাম্মাদ মুজীবুর রাহমান বিনা প্রতিদ্বন্ধিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই সঙ্গে ঘোষণা করা হয় নতুন পরিষদের সদস্যদের তালিকা। উল্লেখ্য, সংগঠনটির ইতিহাসে এবারেই প্রথমবারের মত একজন মহিলা প্রতিদ্বন্দ্বী বিএলএ ইউকে'র সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন। সবশেষে বিদায়ী কার্যনির্বাহী কমিটির কাছ থেকে নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মুহাম্মাদ মুজীবুর রাহমান প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা চৌধুরীর দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে ঘটে সফল সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |