গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:১৫ পিএম

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত তরতে হবে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত  ‘গণমাধ্যম সংস্কার : সমস্যা ও করণী’ শীর্ষক সেমিনারে এ দাবি করা হয়। শুক্রবার (০৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্যসচিব মো. মিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। 

অনুষ্ঠানে ১৬ দফা দাবি করা হয়। দাবিগুলো হলো—

দফা : ১।
গণমাধ্যমকে রাষ্ট্রের ৪চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

দফা : ২। তথ্য জানার অধিকার ও ইন্টারনেট ব্যবহারের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

দফা : ৩।
সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দফা : ৪। সব গণমাধ্যমকে একটি বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হবে।

দফা : ৫। সকল গণমাধ্যমকে মিডিয়া তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

দফা : ৬। সংবাদিকদের এনরোলমেন্ট নিশ্চিত করে একটি প্রেস আইডি নাম্বার প্রদান করতে হবে।

দফা : ৭। স্থায়ীভাবে অ্যাক্রিডিটেশন কার্ড নিশ্চিত করতে হবে।

দফা : ৮। চলচ্চিত্রের মতো জাতীয় গণমাধ্যম ও সাংবাদিক পুরস্কার প্রদান করতে হবে।

দফা : ৯। রাষ্ট্রীয় গণমাধ্যম পরিচালনা বোর্ড গঠন করতে হবে।

দফা : ১০। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন প্রেস কমিশন Independent Press Commission (IPC) গঠন করতে হবে।

দফা : ১১। স্যাটেলাইট টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যম ডিক্লারেশনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে।

দফা : ১২। পেশাগত মান উন্নয়নে সব সাংবাদিককে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দফা : ১৩। সরকারিভাবে সাংবাদিকদের জন্য পেনশন ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

দফা : ১৪। সব সাংবাদিকের আবাসন ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দফা : ১৫। বিদেশি গণমাধ্যমকে বিশেষভাবে সহযোগিতা দেওয়ার জন্য নীতিমালা করতে হবে।

দফা : ১৬। স্যোশাল মিডিয়াকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com