শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা রিমান্ডে
নিজম্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:৩৭ পিএম

শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা রিমান্ডে

শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা রিমান্ডে

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িত গ্রেপ্তার ছাত্রী ফারিহা হক ওরফে টিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

শুক্রবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে ওই আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আসামিকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

আবেদনে বলা হয়, এ মামলার আসামি মাহাদী হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে টিনা ঘটনায় জড়িত বলে  উল্লেখ করেছেন।  তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ২টার  অভিযান চালিয়ে ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে টিনাকে গ্রেপ্তার করে র‍্যাব-১।
টিনাসহ এই মামলায় এখন পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে। অন্যরা হলেন- মেহেরাজ ইসলাম, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি ও মো. হৃদয় মিয়াজী, মাহাথির হাসান ও মো. আল কামাল শেখ। 

এদের মধ্যে মাহাথির হাসান ও মো. আল কামাল শেখ ওরফে কামাল হত্যার দায় স্বীকার করে ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যরা বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে আছে। 

গত ২০ এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com