বিপর্যস্ত জনজীবন
তপ্ত চুয়াডাঙ্গা: মৌসুমের শীর্ষ তাপমাত্রা ৪২ ডিগ্রি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৪:১৭ পিএম

তপ্ত চুয়াডাঙ্গা: মৌসুমের শীর্ষ তাপমাত্রা ৪২ ডিগ্রি

তপ্ত চুয়াডাঙ্গা: মৌসুমের শীর্ষ তাপমাত্রা ৪২ ডিগ্রি

চুয়াডাঙ্গায় টানা কয়েক দিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (১০ মে) বেলা ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৯ শতাংশ। এরপর তাপমাত্রা আরও বেড়ে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৩ শতাংশ।

এদিকে প্রখর তাপপ্রবাহ আর গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়ছে। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।

ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। তীব্র রোদের কারণে তাপ উঠছে মাটি থেকেও। সকাল থেকেই থাকছে রোদের তাপ, ভ্যাপসা গরম। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছেন না। দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

রবিউল ইসলাম নামে এক কুলফি আইসক্রিম বিক্রেতা বলেন, ‘আমি দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করি, দেশের ৪০-৪৫টা জেলা ঘুরেছি। কিন্তু চুয়াডাঙ্গার মতো এমন গরম কোথাও দেখিনি। রাস্তায় হেঁটে হেঁটে মালাই বিক্রি করা যাচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে, হাড়ির বরফও গলে যাচ্ছে।’

রাজীব হাসান নামে এক অটোরিকশাচালক বলেন, ‘দিনে যেমন গরম, রাতে তেমনই। কোনো সময়ই শান্তি নেই। আবার বিদ্যুৎও থাকছে না। খুব কষ্টে দিন কাটছে। যাত্রীও খুব কম।’

সুমন নামে এক পথচারী বলেন, ‘রাস্তায় হাঁটার কোনো উপায় নেই। মনে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে হাঁটছি।’



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com