চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল তীব্র তাপদাহের মধ্যেও উচ্ছ্বসিত নেতাকর্মীরা। থানা, ইউনিয়ন নেতাকর্মীদের সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরও দেখা গিয়েছে। নগরীর সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (১০ মে) দুপুর ২টার দিকে সিআরবিতে উপস্থিত হয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় নোয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তারুণ্যের ভাবনা ও অধিকার নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচির দ্বিতীয় দিন আজ শনিবার। বেলা দেড়টার দিকে নগরের ওয়াসা, সিআরবি, টাইগারপাস, কদমতলীসহ আশপাশের এলাকায় দেখা যায় পলোগ্রাউন্ডে সমাবেশে যোগ দিতে আসা ব্যক্তিদের নিয়ে বাস, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহনের ভিড়। গাড়ি রেখে সমাবেশস্থলে হেঁটে যাচ্ছে বেশির ভাগ লোকজন। এই সমাবেশে প্রধান অতিথি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |