আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি:
|
![]() আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার(১০ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া বাজার হয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ‘আওয়ামী লীগ মিছিল করে, ইন্টেরিম কি করে’ ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে’ ‘কন্ঠে আবার লাগা জোর,আওয়ামী লীগের কবর খোড়’ ‘আমার সোনার বাংলায়, আমি লীগের ঠাঁই নাই’ ‘২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ ‘খুনির লীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,’‘মুজিববাদের বিরুদ্ধে,ডাইরেক্ট অ্যাকশন,’ ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর; আবু সাইদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই ইত্যাদি স্লোগান দেয় তারা।বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দল গত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ের ঘোষণা পত্র জারি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ- সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, ইয়াসিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন। এছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহমদ, শাখা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক জাকারিয়া, তলাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক শামিমসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, 'জুলাই আন্দোলন যেভাবে ধৈর্যের সাথে আমাদের চালাতে হয়েছে তেমনি আরেকটি আন্দোলন চালাতে হচ্ছে। যা আমাদের আবার ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। আমরা দেখছি কিছু চাওয়া পাওয়া, বোঝা-পড়ার কারণে আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে অনেকে নমনীয়তা দেখাচ্ছে। আমরা আশা করি জুলাই আন্দোলনে তারা যেভাবে কাঁধে কাধ মিলিয়ে আন্দোলন করেছে সেই কাজটিই করবে। আসলে ৫ আগস্টে আওয়ামীলীগ নিষিদ্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। জুলাই গণহত্যা যারা চালিয়েছে তারা তাদের বেঁচে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাই ইন্টেরিমকে অতিদ্রুত আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। ডেল্টা টাইমস/মাহফুজুল হক পিয়াস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |