ভারত থেকে পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৪ জন বাংলাদেশি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ভারত থেকে পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৪ জন বাংলাদেশি দু'দিন ধরে তাদের নাম পরিচয় শনাক্তকরণের কাজ শেষে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করেছে। পুশ ইন হওয়া এসব বাংলা ভাষাভাষী ব্যক্তিদের বরাত দিয়ে কোস্টগার্ড, রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশ (আরবিজিবি) ও বনবিভাগ জানিয়েছে, শুক্রবার (৯ মে) ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোর্ডযোগে বিএসএফ ও ভারতের নৌবাহিনী তাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাঁড়ির কাছে একটি চরে নামিয়ে দিয়ে যায়। পরে তারা পায়ে হেঁটে নিকটস্থ মান্দারবাড়িয়া টহলফাঁড়িতে গিয়ে আশ্রয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, এভাবে আকস্মিকভাবে ৭৮ জনকে বঙ্গপোসাগর তীরবর্তী নির্জন এলাকায় ফেলে যাওয়ার ঘটনা সকলকে বিস্মিত করে। পরবর্তীতে বনবিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহলফাঁড়িতে আশ্রয় দেয়া হয়। এসময় তাদের নাম পরিচয় ঠিকানা শনাক্তের পাশাপাশি তাদের সুস্থ রাখার জন্য শুকনা খাবারসহ চাল ডাল ও পানিসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়। এদিকে, কোস্টগার্ডের বরাত দিয়ে নীলডুমুর রিভারাইন বিজিবির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, পুশইনকৃতদের মধ্যে ৭৪জন বাংলাদেশি হলেও চারজন ভারতীয় নাগরিক রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ১১ মে দুপুর আড়াইটার দিকে সমুদ্রপথে মোংলায় নেয়া হয়। পরবর্তীতে এসব ব্যক্তিদের নিয়ে জাহাজটি শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |