পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
সংগঠনের সক্রিয়তা বাড়লেই রুখে দেওয়া যাবে শিকারি সাংবাদিকতা
নিজস্ব প্রতিবেদক:
|
সংগঠনের সক্রিয়তা বাড়লেই রুখে দেওয়া যাবে শিকারি সাংবাদিকতা অনুষ্ঠানে ‘রিপোর্টিং অন নন-ভায়োলেন্স অ্যাপ্রোচ’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেওয়া শতাধিক সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হয়। কর্মশালাটি আয়োজিত হয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘প্রেসেঞ্জা’ ও ডিআরইউ-এর যৌথ উদ্যোগে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, চিলি ও ইতালি থেকে ওয়েবিনারের মাধ্যমে এটি পরিচালিত হয়। পিআইবির বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে প্রতিষ্ঠানটির বাজেট বাড়েনি। সাড়ে ১০ কোটি টাকার মধ্যেই বেতন-ভাতা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম চালাতে হয়। তবে এবছর বাজেট বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করেছি, আশাবাদী বাজেট বাড়বে। অনুষ্ঠানে ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাংবাদিকদের সব পরিস্থিতি বিবেচনায় রেখে কাজ করতে হয়। এ ধরণের কর্মশালা রিপোর্টারদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ডিআরইউ সদস্যদের পেশাগত উন্নয়নে দেশি-বিদেশি আরও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে। প্রেসেঞ্জার এই উদ্যোগ প্রশংসনীয়। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পিআইবিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ডিআরইউ ভবিষ্যতে কাজ করবে। প্রেসেঞ্জা ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শামসুল হক বসুনিয়া জানান, প্রেসেঞ্জা শান্তি ও অহিংসার পক্ষে নিবেদিত সংবাদ সংস্থা। এটি ১২টি ভাষায় সংবাদ প্রকাশ করে এবং শিগগিরই বাংলা ভাষাও যুক্ত হবে। আরেক প্যানেল এডিটর শেখ আরিফ জানান, বাংলাদেশে শিগগিরই প্রেসেঞ্জার নিজস্ব কার্যালয় চালু হবে, যা বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বড় অর্জন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্যরা। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |