পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
সংগঠনের সক্রিয়তা বাড়লেই রুখে দেওয়া যাবে শিকারি সাংবাদিকতা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ১১.০৫.২০২৫ ৮:৩১ পিএম

সংগঠনের সক্রিয়তা বাড়লেই রুখে দেওয়া যাবে শিকারি সাংবাদিকতা

সংগঠনের সক্রিয়তা বাড়লেই রুখে দেওয়া যাবে শিকারি সাংবাদিকতা

আওয়ামী লীগের টানা কয়েক মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকার সময় দেশে ‘শিকারি সাংবাদিকতা’র চর্চা হয়েছে। সামনের দিনগুলোতে যেন সেই ফাঁদে না পড়ি, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এজন্য সাংবাদিক সংগঠনগুলোকেই নেতৃত্ব দিতে হবে। নিজের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে।

এমন মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, সাংবাদিকরা যদি নিজেরাই গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে বের করে না আনেন, তাহলে সরকার একা কিছু করতে পারবে না। সরকার আইন করে, পুলিশ দিয়ে সাংবাদিকদের তুলে নেবে— এ ধরণের নজির থাকা উচিত নয়। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে গ্রেপ্তার বা চাকরিচ্যুত করার পক্ষপাতী নই।

রোববার (১১ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ‘রিপোর্টিং অন নন-ভায়োলেন্স অ্যাপ্রোচ’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেওয়া শতাধিক সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হয়। কর্মশালাটি আয়োজিত হয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘প্রেসেঞ্জা’ ও ডিআরইউ-এর যৌথ উদ্যোগে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, চিলি ও ইতালি থেকে ওয়েবিনারের মাধ্যমে এটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ বলেন, জুলাই-আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় নানা চাপে থেকেও অনেক সাংবাদিক সত্য তুলে ধরেছেন, মানুষকে জানাতে পেরেছেন। সবাই না হলেও অনেকেই সাহসিকতার সঙ্গে পাশে ছিলেন বলেই আলো জ্বলে উঠেছিল, ফ্যাসিবাদ প্রতিরোধের জায়গা তৈরি হয়েছিল। এই ইতিবাচক দৃষ্টান্ত আরও বেশি করে তুলে ধরতে হবে।


পিআইবির বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে প্রতিষ্ঠানটির বাজেট বাড়েনি। সাড়ে ১০ কোটি টাকার মধ্যেই বেতন-ভাতা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম চালাতে হয়। তবে এবছর বাজেট বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করেছি, আশাবাদী বাজেট বাড়বে।

অনুষ্ঠানে ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাংবাদিকদের সব পরিস্থিতি বিবেচনায় রেখে কাজ করতে হয়। এ ধরণের কর্মশালা রিপোর্টারদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ডিআরইউ সদস্যদের পেশাগত উন্নয়নে দেশি-বিদেশি আরও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে। প্রেসেঞ্জার এই উদ্যোগ প্রশংসনীয়।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পিআইবিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ডিআরইউ ভবিষ্যতে কাজ করবে।

প্রেসেঞ্জা ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শামসুল হক বসুনিয়া জানান, প্রেসেঞ্জা শান্তি ও অহিংসার পক্ষে নিবেদিত সংবাদ সংস্থা। এটি ১২টি ভাষায় সংবাদ প্রকাশ করে এবং শিগগিরই বাংলা ভাষাও যুক্ত হবে।

আরেক প্যানেল এডিটর শেখ আরিফ জানান, বাংলাদেশে শিগগিরই প্রেসেঞ্জার নিজস্ব কার্যালয় চালু হবে, যা বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বড় অর্জন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্যরা।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com