১২ মে : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইম ডেস্ক:
|
![]() ১২ মে : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৬৬৬: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।১৮৭৭: ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়। ১৯১৫: ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু ব্রিটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ 'সানুকি-মারু'যোগে ভারতবর্ষ ত্যাগ করেন। ১৯৪১: আডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুটি বোমারুবিমান পাঠান। ১৯৪৯: পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে। ১৯৫৫: সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃার। ১৯৬৫: বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি। ১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া। ১৯৯৪: আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি। ২০১৮: বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৪৯৬: সুইডেনের প্রথম গুস্তাভ, সুইডেনের রাজা। ১৮২০: ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ। ১৮৫৫: প্রমথনাথ বসু, বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী। ১৮৬৩: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক। ১৮৬৭: হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। ১৮৯৫: উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ। ১৯০৭: ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী। ১৯১০: জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী। ১৯১০: ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী। ১৯১৩: ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। ১৯২৪: অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী। ১৯২৯: স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদবিরোধী কর্মী ও রাজনীতিবিদ। ১৯৩৭: জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা ও লেখক। ১৯৪১: আহমদুল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। ১৯৭৭: মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ। ১৯৭৯: মিলা ইসলাম, বাংলাদেশি সংগীতশিল্পী। ১৯৮০: ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ২০২২ সালের ২৮ অক্টোবর। ১৯৮১: রামি মালেক, আমেরিকান অভিনেতা। ১৯৮৬: এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী। ১৯৮৭: কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার। ১৯৮৮: মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার। ১৯৯৭: ওদেয়া রাশ, ইসরাইলি অভিনেত্রী। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৭০০: জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার। ১৮৪৫: আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক। ১৯৪০: বিশিষ্ট কর্মব্রতী, সাহিত্যানুরাগী ও রবীন্দ্রনাথ পরিকল্পিত শ্রীনিকেতনের মুখ্য সংগঠক কালীমোহন ঘোষ। ১৯৪১: দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক। ১৯৫৭: এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। ১৯৭১: সাদত আলী আখন্দ, প্রবন্ধকার, সাহিত্যিক। ২০০১: ডিডি, ব্রাজিলীয় ফুটবলার। ২০০৫: মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন। ২০১৫: সুচিত্রা ভট্টাচার্য, ভারতীয় বাঙালি সাহিত্যিক। ২০১৯: হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |