সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
|
![]() সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ। উদ্বোধক ছিলেন নাসিরাবাদ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এস.এম. সফিকুল হায়দার মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. ইকরাম এলাহী খান, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান, সদর সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসান, মাইজবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রিন্সিপাল আশফাক উদ্দিন আহমেদ, কোতোয়ালী মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, দৈনিক উন্নয়ন-সংবাদের প্রধান নির্বাহী সম্পাদক লায়ন মো. ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ ফরহান, সেতুবন্ধন কল্যাণ সমিতির সভাপতি জয়ীতা তনু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমী, দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান জুলফিকার, দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য এস.এম. বদরুল আলম, দৈনিক সবুজ বিপ্লবের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সালে আহম্মেদ এবং ডিপিসি বাংলা টিভির বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। কমিটির সদস্যবৃন্দ: সহ-সভাপতি: মো. জাহাঙ্গীর আকন্দ (দৈনিক আজকের ময়মনসিংহ), প্রদীপ বিশ্বাস (দৈনিক সকালের সময় ও স্বজন), মো. আব্দুল হাকিম (দৈনিক আলোকিত ময়মনসিংহ) যুগ্ম সাধারণ সম্পাদক: সানোয়ার ইসলাম মামুন (দৈনিক সোনালী কণ্ঠ), মো. মারুফ হোসেন (দৈনিক আইন বার্তা) সাংগঠনিক সম্পাদক: আবু জার আল গিফার (দৈনিক নওরোজ) সহ-সাংগঠনিক সম্পাদক: রাজিব রানা (এসএফ টেলিভিশন) অর্থ সম্পাদক: রায়হান আহমেদ (দৈনিক এশিয়া বাণী) শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: আশিকুল আলম আল মেহেদী শুভ (সাপ্তাহিক রাতদিন) আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট আনিছুজ্জামান মোল্লা (জজ কোর্ট, ময়মনসিংহ) সাংস্কৃতিক সম্পাদক: মো. রবিন হোসেন (নিউজ ২১ ক্যামেরা পার্সন) ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এটি সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ এবং পেশাগত মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ফাউন্ডেশনের উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো হলো: অসহায় সাংবাদিকের মৃত্যুতে দাফন-কাফনের খরচ বহন, পরিবারকে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা অনুদান, সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা। প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা। জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য স্কুল ও মাদ্রাসা স্থাপন। মহিলা সাংবাদিকদের জন্য টেইলারিং, কম্পিউটার, অনলাইন মার্কেটিংসহ বিভিন্ন প্রশিক্ষণ। প্রতি জেলায় তিনজন অ্যাডভোকেট ও ডাক্তার নিয়োগ। কারামুক্ত সাংবাদিকদের পুনর্বাসন। সাংবাদিকদের জন্য যানবাহন, বিনোদন কেন্দ্র, টোল প্লাজা, বিমান, ট্রেন, মেট্রোরেলে সুবিধা প্রদান। সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়ন, উচ্চশিক্ষার জন্য বিদেশে প্রেরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সানোয়ার ইসলাম মামুন, আবু জার আল গিফার ও রায়হান আহমেদ। সঞ্চালনা করেন রাসেল। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |