পরকীয়ায় জড়িয়েছেন স্বামী
চ্যাটজিপিটির কথায় বিবাহবিচ্ছেদের মামলা স্ত্রীর
ডেল্টা টাইম ডেস্ক:
|
![]() চ্যাটজিপিটির কথায় বিবাহবিচ্ছেদের মামলা স্ত্রীর তেমনি এক অবাক করা ঘটনা ঘটেছে গ্রিকে। এআইয়ের ভবিষ্যৎবাণীর কথা বিশ্বাস করে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এক স্ত্রী। চ্যাটজিপিটির বিশ্লেষণের ওপর ভরসা করে ১২ বছর সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা যায়, দম্পতি এক দশকের ওপর বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে। ১২ বছর সংসার করার পর ওই নারীর সন্দেহ হয় তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। কিন্তু তা জানবেন কী করে? তিনি চ্যাটজিপিটির সাহায্য চান। এআইয়ে নারী ও তার স্বামীর কফি কাপের ছবি দিয়ে বিশ্লেষণ করতে বলেন। তাতেই চ্যাটজিপিটির যে জবাব দেয় তাতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই নারী। চ্যাটজিপিটি যে তথ্য জানিয়েছে, ওই নারীর স্বামী তার থেকে কমবয়সী যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই যুবতীর নাম ‘ই’ দিয়ে শুরু তাও বলে দেয় এআই। এ তথ্য পাওয়ার পরই স্বামীকে বিষয়টি জানিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন স্ত্রী। বিষয়টি নিয়ে ভুক্তভোগী স্বামী বলেছেন, প্রথমে আমি বিষয়টি হালকাভাবেই নিয়েছিলাম। পরে দেখি ও বিষয়টি সিরিয়াসভাবে নিয়েছে আমার স্ত্রী। মামলা গড়িয়েছে আদালতে। তবে আদালতের আইনজীবীরা বলেছেন, এআই কী ভবিষ্যৎবাণী করেছে তা আদালতে গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় অবাক আদালতও। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |