ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছেন। তারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। এলাকাবাসীরা জানান, দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন। আটক দুই রোহিঙ্গা নাগরিক জানান, ভাসানচরের পাশ থেকে চারটি ট্রলার ভাড়া করে তারা টেকনাফের উদ্দেশে রওনা দেন। টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরার ইচ্ছা ছিল তাদের। প্রাপ্তবয়স্কদের জন্য ট্রলারে ১২ হাজার টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়। তবে তাদের বহনকারী ট্রলারটি টেকনাফের পরিবর্তে সীতাকুণ্ড উপকূলে তাদের নামিয়ে দিয়েছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাহ হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়েছে। তাদের ভাসানচরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’ ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |