ইবির শহীদ আনাস হলে বিশুদ্ধ পানির প্লান্টের উদ্বোধন
ইবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:৪১ পিএম

ইবির শহীদ আনাস হলে বিশুদ্ধ পানির প্লান্টের উদ্বোধন

ইবির শহীদ আনাস হলে বিশুদ্ধ পানির প্লান্টের উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে বিশুদ্ধ পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এই প্লান্টটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, হল প্রভোস্ট প্রফেসর ড. মো: আবদুল কাদের, হাউস টিউটর প্রফেসর ড. মুহাম্মদ অলিউল্লাহ ও প্রফেসর ড. মো: আব্দুল করিমসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা গেছে, এই সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস ও ফেরিক আয়রন অপসারণে সক্ষম। এছাড়া ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও অন্যান্য ক্ষতিকর উপাদানও দূর করবে ফিল্টারটি।

ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, হলে ফিল্টার স্থাপনের দাবি উঠেছিলো একটা ছাত্র সংগঠনের সভাপতির কাছ থেকে। তখন থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি যাতে করে সব হলে সুপেয় পানির ব্যবস্থা করা যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সব ছাত্র সংগঠনগুলোকে আমি আশ্বাস দিয়েছিলাম সব হলেই এটা করা হবে। এবং তারই অংশ হিসেবে আজকে এই হলে সুপেয় পানির ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময়ে ছাত্ররা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই পানিবাহিত রোগে। সেজন্য ছাত্রদের কথা বিবেচনায় আজকে আমরা এই প্লান্টটা স্থাপন করলাম।

উদ্বোধন শেষে মাননীয় ভিসি, প্রক্টর, প্রভোস্ট, হাউস টিউটর ও আবাসিক ছাত্ররা পরস্পর পরস্পরকে প্লান্ট থেকে পানি পান করান।




ডেল্টা টাইমস/মাহফুজুল হক পিয়াস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com