লিবিয়ায় মিলিশিয়া প্রধান হত্যার পর ব্যাপক গুলিবর্ষণ ও সংঘর্ষ
ডেল্টা টাইম ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:২৭ পিএম

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মার্টিয়ার্স চত্বরে হেঁটে বেড়াচ্ছে লোকজন

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মার্টিয়ার্স চত্বরে হেঁটে বেড়াচ্ছে লোকজন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক প্রভাবশালী মিলিশিয়া নেতাকে হত্যার পর প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলো গোলাগুলিতে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জরুরি লকডাউন ঘোষণা করেছে।

সোমবার স্থানীয় সময় রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় ভারী গুলির শব্দ ও বিস্ফোরণ শোনা যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

লিবিয়ার মিসরাতা থেকে আল জাজিরার সাংবাদিক মালিক ট্রেইনা জানান, নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে যে আবদেল গনি আল-কিকলি নিহত হয়েছেন।

তিনি ক্ষমতাধর মিলিশিয়া গোষ্ঠী স্ট্যাবিলিটি সাপোর্ট অথরিটির (এসএসএ) প্রধান ছিলেন। তার নিহত হওয়ার খবরে ত্রিপোলির বিভিন্ন এলাকায় শুরু হয় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ।  

আল-কিকলি ছিলেন রাজধানী ত্রিপোলির অন্যতম প্রভাবশালী মিলিশিয়া নেতা। সম্প্রতি তিনি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।  

ট্রেইনা জানান, এখন পর্যন্ত অন্তত ছয়জন আহত হয়েছেন, তবে তারা নিরাপত্তা বাহিনীর সদস্য নাকি বেসামরিক নাগরিক, তা স্পষ্ট নয়।

সংঘর্ষ শুরুর পরপরই এক বিবৃতিতে জাতিসংঘের লিবিয়া মিশন জানায়, তারা ত্রিপোলিতে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com