আওয়ামী লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আওয়ামী লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার বুধবার (১৪ মে) সকালে তাদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত আবেদন মঞ্জুর করে তাদের গ্রেপ্তার দেখান। গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু। এর মধ্যে আনিসুল হককে তিন মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমীর হোসেন আমুকে দুই মামলায়, রাশেদ খান মেননকে দুই মামলায়, হাসানুল হক ইনুকে দুই মামলায়, জুনাইদ পলককে দুই মামলায়, শাজাহান খানকে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |