ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি বলেন, ‘১৬ মে থেকে যাত্রীরা অনলাইনে এবং কাউন্টার থেকে একযোগে টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি করবে।’ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব মালিককে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।’ এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, ‘গত ঈদে এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না, তাই মালিকেরা বাসের বিলাসবহুলতা অনুযায়ী ভাড়া ঠিক করেন। তবে এবার মালিকেরা বসে সিদ্ধান্ত নিয়েছেন, এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়।’ ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |