যে সময়টিতে তুমি এসেছিলে
আসাদ মিলন
|
![]() . আমিও ছিলাম তোমার সময়ে কৃষ্ণচূড়ার ছটায় দেখেছি তোমায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবনে করিডোরে কিংবা ক্যাম্পাসের সকল প্রান্তে, ক্লাসের জানালা দিয়েই দেখা যেত কৃষ্ণচূড়া গাছগুলো কি বর্ণিল রুপের পসরায় প্রকৃতিতে নিজেকে তুলে ধরেছে আপন মনে,যখন বৃষ্টি ঝরতো কাদামাখা সবুজ গালিচায় ছেয়ে যেতো পুরো মল চত্বর, যেন মালিরুপে আমি একগুচ্ছ কৃষ্ণচূড়া দু'হাতে ভরে তোমাকে অর্পণ করি, এভাবেই তোমার ভাবনায় কেটে যেতো আমার ভার্সিটি লাইফের দিবস রজনী, কি অপরুপ মায়ায় প্রকৃতি আমাকে আহবান করতো সুন্দরের মায়াবী স্নিগ্ধতায়, যে সময়টিতে তুমি এসেছিলে, তোমার সাথেই কেটেছে বিশ্ববিদ্যালয়ের যাপিত জীবন, দেখেছি তোমায় দু'নয়ন ভরে প্রভাত দ্বিপ্রহর ব্যাপি, তোমার সাথে বলেছি কথা আপন মনে গেঁথেছি স্বপ্নের মালা, নির্বাক আমি পুড়েছি ক্ষণে ক্ষণে তবু ভালোবেসেছি তোমাকে, কেন বুঝোনি আমায়? আমার এ জীবনের শ্রেষ্ঠ সময়, যে সময়টিতে তুমি এসেছিলে। লেখক : সার্কেল এ্যাডজুটেন্ট র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক ছাত্র। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |