পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার ভারতীয় ব্যবসায়ী গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:২২ পিএম

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার ভারতীয় ব্যবসায়ী গ্রেপ্তার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার ভারতীয় ব্যবসায়ী গ্রেপ্তার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার শাহজাদ নামে ভারতের উত্তর প্রদেশের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 

সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বলছে, শাহজাদ প্রদেশের রামপুর জেলার বাসিন্দা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান ও গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত ছিলেন তিনি। 

রোববার (১৮ মে) তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে এসটিএফ জানায়, শাহজাদ ভারতের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংবেদনশীল তথ্যও পাচার করতেন। গত কয়েক বছরে তিনি বহুবার পাকিস্তানে ভ্রমণ করেছেন এবং কসমেটিকস, কাপড়, মসলা ও অন্যান্য সামগ্রী চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এই অবৈধ বাণিজ্যকেই তিনি আইএসআই-এর হয়ে গোপন মিশনের আড়াল হিসেবে ব্যবহার করতেন।
 
তদন্তে আরও উঠে এসেছে যে ভারতে থাকা আইএসআই এজেন্টদের কাছে অর্থ ও ভারতীয় সিম কার্ড সরবরাহ করতেন শাহজাদ। আইএসআইয়ের হয়ে কাজ করার জন্য রামপুরসহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনও জোগাড় করতেন তিনি। পাকিস্তানে যাওয়ার জন্য এই লোকদের ভিসার ব্যবস্থা করত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্টরা। 

মাত্রই কদিন আগে, পাকিস্তানে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী নামে জনপ্রিয় এক নারী ভ্রমণ ভ্লগারকে গ্রেপ্তার করে ভারতের নিরাপত্তা বাহিনী। জ্যোতি ইউটিউবে ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ভ্রমণ অ্যাকাউন্ট চালাতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের সাথে ভারতীয় সামরিক তথ্য ভাগ করে নিয়েছেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com