নগর ভবনে গণদাবির ঝড়: 'মেয়র ফেওর কিছু না', সরব ইশরাক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:৪০ পিএম

নগর ভবনে গণদাবির ঝড়: 'মেয়র ফেওর কিছু না', সরব ইশরাক

নগর ভবনে গণদাবির ঝড়: 'মেয়র ফেওর কিছু না', সরব ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে নগর ভবন চত্বর। ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক-সমর্থকরা টানা পাঁচ দিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৯ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। তারা সাফ জানিয়ে দেন—ইশরাক শপথ না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের কিছু প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ইশরাকের শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে। তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন, যাকে এই ‘প্রশাসনিক ষড়যন্ত্রের’ অন্যতম রূপকার হিসেবে চিহ্নিত করছেন তারা।

এই প্রেক্ষাপটে আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জোরালো প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। সেখানে তিনি লিখেছেন, “মেয়র ফেওর কিছু না।” তাঁর ভাষায়, আন্দোলনের মূল উদ্দেশ্য হলো অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতালিপ্সা ও গোপন অভিসন্ধি জনগণের সামনে উন্মোচন করা। তিনি বলেন, “অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা-মাতা তুলে গালিগালাজও চুপ করে সহ‍্য করে গিয়েছি। কারণ একটাই—গণতন্ত্রের স্বার্থে এদের আসল চেহারা উন্মোচন করতে হবে।”

ফেসবুক পোস্টে ইশরাক আরো বলেন, “যারা নিরপেক্ষতার মুখোশ পরে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা বিচারক হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতেও হস্তক্ষেপ করেছে।”

ইশরাকের কণ্ঠে উঠে এসেছে প্রতিশোধ নয়, বরং এক অটল সংগ্রামের দৃপ্ত ঘোষণা। তিনি বলেন, “লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করবো, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো আপস হবে না।”

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে গেল ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। পরে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। কিন্তু এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান হয়নি, যা নিয়ে প্রতিবাদ ক্রমেই ঘনীভূত হচ্ছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com