শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি
বকেয়া বেতন দাবিতে যমুনা ফ্যাশনের শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ১৯.০৫.২০২৫ ৬:৪৯ পিএম

.

.

যমুনা ফ্যাশন ওয়্যারস্ লিমিটেড-এর শত শত শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১৯ মে) শ্রমিক সমাবেশ করেছেন। একইসঙ্গে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপিও পেশ করে।


ঢাকার রূপনগর, মিরপুর-২-এর বাণিজ্যিক প্লট ৭৫–এ অবস্থিত এই গার্মেন্টস কারখানার প্রায় ৭০০ শ্রমিক সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন যমুনা ফ্যাশন ওয়্যারস্ শ্রমিক ইউনিয়নের (রেজি: ঢাকা-৫৪০৯) সভাপতি স্বপ্না আক্তার।

বক্তব্য দেন গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যমুনা ফ্যাশনের সাধারণ সম্পাদক মো. ফারুক, ইউনিয়নের সদস্য সাথী আক্তার,সাজেদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে অনিয়মিতভাবে বেতন-ভাতা পরিশোধ করছে এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫ লঙ্ঘন করে আসছে।
সমঝোতা চুক্তি বাস্তবায়ন হয়নি

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন আলোচনার পরও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে আগ্রহ দেখায়নি। ২০২৪ সালের ২৭ জুন এবং ১৯ নভেম্বর দুই দফা সমঝোতা চুক্তি হলেও, মালিকপক্ষ তা বাস্তবায়ন করেনি।

শ্রমিকরা জানান, এপ্রিল ২০২৫ মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। ঈদের আগে মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কারখানায় অনুপস্থিত থাকায় যোগাযোগও সম্ভব হচ্ছে না।
র‌্যালি ও স্মারকলিপি পেশ

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি তোপখানা রোড প্রদক্ষিণ করে সচিবালয়ের মূল ফটকে পৌঁছায়। সেখানে পুলিশের বাধার মুখে পড়লে, শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করে।
শ্রমিকদের ৯ দফা দাবি

১. এপ্রিল মাসের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ
২. ঈদের পূর্বে মে মাসের বেতন ও ঈদ বোনাস প্রদান
৩. মজুরি প্রদেয়কাল শেষের ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ
৪. কর্মস্থলে যোগদানের তারিখ অনুযায়ী বাৎসরিক ছুটির টাকা প্রদান
৫. অব্যাহতির ৩০ দিনের মধ্যে প্রাপ্য সুবিধা পরিশোধ
৬. মাতৃত্বকালীন ছুটির টাকা যথাসময়ে পরিশোধ
৭. বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই না করা
৮. চাকরিচ্যুত শ্রমিকদের পাওনা পরিশোধ
৯. শ্রমিকদের প্রতি গালমন্দ বা শারীরিক নির্যাতন বন্ধ করা

প্রসঙ্গত, যমুনা ফ্যাশন ওয়্যারস্ লিমিটেড দেশের পোশাক শিল্পের একটি পরিচিত প্রতিষ্ঠান হলেও শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। আন্দোলন কর্মসূচির মাধ্যমে এবার শ্রমিকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com