উড়ার সাধ বোর্ডিং পাস ছাড়াই, শাহজালালে ধরা আমান!
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:৫১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আবারো নজিরবিহীন নিরাপত্তা গাফিলতির ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবক আমান বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইট (বিজি ৪৩৭) এ বিনা টিকিটে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়েন। ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) বিকেলে।

বিমানবন্দর সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে ফ্লাইটের বোর্ডিং প্রক্রিয়া চলাকালে আমান নিরাপত্তার প্রথম ধাপ অতিক্রম করেন। এরপর কোনো বোর্ডিং পাস ছাড়াই দ্বিতীয় ধাপও পার হন। তবে বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে ব্যর্থ হন। এরপর বিমানবন্দর নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

নিরাপত্তা ব্যবস্থার এত বড় ধাক্কা কেনো এলো, তা নিয়ে চলছে তোলপাড়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, “আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

পুরনো ঘটনা মনে করিয়ে দিলো এই ঘটনা। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর, গোপালগঞ্জের ১২ বছর বয়সী জুনায়েদ মোল্লা বিনা টিকিট, পাসপোর্ট বা ভিসা ছাড়াই কুয়েত এয়ারওয়েজের আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়েছিলেন। সবধরনের নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে শিশুটি বিমানে ওঠে। পরে তাকে শনাক্ত ও নামিয়ে আনা হয়।

সেই ঘটনায় বিমানবন্দর নিরাপত্তার ত্রুটি প্রকাশ পেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে।


বারবার এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত প্রযুক্তিনির্ভর এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, না হলে দেশের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ হবে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com