অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:১৮ পিএম

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত সংগঠন ঘোষণা করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলস অফিস এই ঘোষণা দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৬১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য কারাবন্দি ব্যক্তিদের ‘বিবেকের বন্দি’ হিসেবে চিহ্নিত করে থাকে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লন্ডনে অবস্থিত অ্যামনেস্টির সদর দফতর বৈশ্বিক  রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র এবং এই সংস্থা ইউক্রেনের পক্ষে কাজ করে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধরত।

রাশিয়ার ‘অবাঞ্ছিত সংগঠন’ আইনের আওতায়, কোনও রুশ নাগরিক যদি এই তালিকাভুক্ত সংগঠনের সঙ্গে কাজ করেন বা তাদের অর্থায়ন করেন, তবে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ায় আগেও আন্তর্জাতিক সংস্থাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অতীতে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার অভ্যন্তরে মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী রাজনীতিকদের ওপর দমন-পীড়ন নিয়ে একাধিকবার রাশিয়ার সমালোচনা করেছিল।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com