সৌদি পৌঁছেছেন ৫১২৭৮ হজযাত্রী, আরো একজনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:০৫ এএম

সৌদি পৌঁছেছেন ৫১২৭৮ হজযাত্রী, আরো একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৫১২৭৮ হজযাত্রী, আরো একজনের মৃত্যু

বাংলাদেশ থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে মোট ১৩০টি ফ্লাইট সৌদিতে যাত্রা করেছে। সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রী ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪৬ হাজার ৬৯৫ জন।

হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। তথ্যগুলো এসেছে বিমান সংস্থা, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ঢাকা হজ অফিস ও সৌদি আরবের সূত্র থেকে, যা হেল্প ডেস্ক প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, মোট ১৩০টি ফ্লাইটের মধ্যে ৬৫টি পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪৪টি সৌদি এয়ারলাইন্স এবং ২১টি ফ্লাইনাস এয়ারলাইন্স।

চলতি বছরের হজে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। তারা হলেন— জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ হজ ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। এই ফ্লাইটের মাধ্যমে ২০২৫ সালের হজ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। হজের শেষ তারিখ ৩১ মে নির্ধারিত।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর মোট ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশগ্রহণ করবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবছরের হজ কার্যক্রমে মোট ৭০টি হজ এজেন্সি অংশ নিচ্ছে। ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়ে ৩১ মে শেষ হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত ১০ জুন, শেষ ফিরতি ফ্লাইট অনুষ্ঠিত হবে ১০ জুলাই।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com