সাম্য হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:১৪ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ৭:৩৬ পিএম

সাম্য হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল

সাম্য হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখা।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিলটি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে “তুমি কে আমি কে, সাম্য সাম্য”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই”—ইত্যাদি স্লোগানে মুখর ছিল ক্যাম্পাস।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি জহির রায়হান বলেন, “সাম্য হত্যার সাত দিন অতিক্রান্ত হলেও এখনো কোনো সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চরম উদাসীনতা প্রদর্শন করেছে। আমরা বহুবার নিরাপত্তা ঘাটতির বিষয়ে প্রশ্ন তুললেও প্রশাসন গুরুত্ব দেয়নি। যদি ইন্টারিম সরকার ও ঢাবি প্রশাসন বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্রদল বসে থাকবে না।”

তিনি আরও বলেন, “একজন ছাত্রদল কর্মীও আঘাতপ্রাপ্ত হলে তার দায় প্রশাসনকে নিতে হবে। আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না—যদি বাধ্য করা হয়, তাহলে ছাত্রদল যমুনার উদ্দেশে রওনা হবে এবং প্রয়োজনে ২৪ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ এবং নুর উদ্দিন। তাঁরা সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সম্প্রতি নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সমাবেশে বক্তারা সাম্য হত্যাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে উল্লেখ করে বলেন, “যদি দ্রুত বিচার না হয়, ছাত্রদল বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।”


ডেল্টা টাইমস/জারিন নাজনীন/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com