সর্বনিম্ন ৪০০ টাকায় দেখা যাবে হামজা-সামিতদের ম্যাচ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সর্বনিম্ন ৪০০ টাকায় দেখা যাবে হামজা-সামিতদের ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেদিন ঘরের মাঠে হামজার সঙ্গে অভিষেক হতে পারে সামিত সোমেরও। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে আজ টিকিটের দাম জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সর্বনিম্ন ৪০০ টাকায় হামজা-সামিতদের ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। আর ম্যাচটির সর্বোচ্চ টিকিট মূল্য ৫০০০ টাকা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে অবশ্য আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৪ জুন সেই ম্যাচের প্রতিপক্ষ ভুটান। দুই ম্যাচের টিকিটের দামই একই। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে (https://tickify.live/)। জাতীয় পরিচয়পত্র দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। আগামী ২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিট কাটা যাবে। টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি বলেছেন, ‘আমাদের ওয়েবসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে। সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে।' টিকিটের দাম সাধারণ গ্যালারি- ৪০০ ক্লাব হাউস ২- ২০০০ ক্লাব হাউস ১- ২৫০০ স্কাই ভিউ - ৩০০০ ভিআইপি ৩ (রেড বক্সের নিচে)- ২৫০০ ভিআইপি ২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে)- ২৫০০ ভিআইপি ১ রেড বক্স- ৪০০০ করপোরেট বক্স- ৫০০০ হসপিটালিটি বক্স- ৫০০০ ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |