অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:০৯ পিএম

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উপাচার্য যখন গাড়ি থেকে নামছিলেন, ঠিক সে সময় স্নাতক (পাস) ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি অংশ তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় হঠাৎ ভিড়ের মধ্য থেকে কয়েকজন দুষ্কৃতকারী তার ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং তিনি আঘাতপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনা মহামারি ও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২২ সালের স্নাতক (পাস) শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষের পাঠ ও পরীক্ষার প্রস্তুতির সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোপাসের দাবি প্রত্যাখ্যান করে নিয়মিত পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে তাদের জন্য গ্রেস মার্ক দেওয়াসহ খাতা পুনঃমূল্যায়নের সুযোগও রাখা হয়, যার ফলাফল চলতি মাসেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ব্যর্থ শিক্ষার্থী এবং বহিরাগত প্ররোচনাকারীদের উসকানিতে একটি গোষ্ঠী নতুন করে অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করে এবং সেই সূত্রে আজকের হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন গাজীপুরের গাছা থানায় মামলার প্রস্তুতি শুরু করেছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে বলেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, কোনো প্রকার অটোপাস দেওয়া হবে না। ভিসির ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com