জালিয়াতির দায়ে ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:২৮ পিএম

জালিয়াতির দায়ে ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

জালিয়াতির দায়ে ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ মুনিরুল মওলাকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে অপসারণ করা হয়েছে। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত ৬ এপ্রিল মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়। সংস্থাটি এখন বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অডিটে বিভিন্ন জালিয়াতিতে মুনিরুল মওলার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পর্ষদের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তার অপসারণে কোনো আপত্তি জানায়নি।

ব্যাংকের একজন পরিচালক বলেন, অপসারণ মানেই দায়মুক্তি নয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুদক ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।


এ ব্যাপারে জানতে মুনিরুল মওলার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

২০১৭ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। এরপর বিভিন্ন অনিয়মের মাধ্যমে শুধু এই ব্যাংক থেকেই প্রায় ৯১ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। 

এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর মুনিরুল মওলা দ্রুত পদোন্নতি পেয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং পরে ২০২০ সালের ডিসেম্বর ব্যাংকটির এমডি পদে নিযুক্ত হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের অধিকাংশ পরিচালক ও ডিএমডি আত্মগোপনে গেলেও তিনি বহাল ছিলেন।

বর্তমানে ইসলামী ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা, যা ব্যাংকের মোট ঋণের ৪২.২২ শতাংশ। ফলে ব্যাংকটির প্রভিশন ঘাটতি হয়েছে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকা।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com