শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায়
বগুড়ার শেরপুরে শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে এইচএসসি শাখা চালু, বিনামূল্যে চক্ষু শিবির
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:২২ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৫:৫৫ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে চালু হলো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শাখা। এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে স্থানীয় মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ফ্রান্সপ্রবাসী সমাজসেবক গোলাম মাহবুব প্যারিস। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

বগুড়ার শেরপুরে শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে এইচএসসি শাখা চালু, বিনামূল্যে চক্ষু শিবির

বগুড়ার শেরপুরে শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে এইচএসসি শাখা চালু, বিনামূল্যে চক্ষু শিবির

সভায় বক্তারা বলেন, এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অগ্রগতি। এতদিন যারা উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য দূরের কলেজে যেতে বাধ্য হতো, এখন তারা নিজ এলাকাতেই মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারবে। পাশাপাশি শিক্ষার গুণগতমান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সমাজসেবীদের সম্মিলিত উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক মো. মাহবুব হাসান, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয়ের দাতা আসিফ সিরাজ রব্বানী, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম এবং শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে, ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এবং গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে যাঁদের ছানি রয়েছে, তাঁদের বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগীদের যাতায়াত, আবাসন ও প্রয়োজনীয় ওষুধও বিনা খরচে সরবরাহ করা হবে বলে জানান আয়োজকরা।


আয়োজকেরা জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখা হবে এবং বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক কার্যক্রমকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।



ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com