ইরানের আল-মুস্তফা ইউনিভার্সিটির বাংলাদেশ অফিস পরিদর্শনে ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি:
|
![]() ইরানের আল-মুস্তফা ইউনিভার্সিটির বাংলাদেশ অফিস পরিদর্শনে ইবি উপাচার্য বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আল-মুস্তফা ইউনিভার্সিটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শাহাবুদ্দিন মাশায়েখী রা'দের আমন্ত্রণে তিনি ওই প্রতিষ্ঠানে পরিদর্শনে যান। এ সময় এক বৈঠকে অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শাহাবুদ্দিন মাশায়েখী রা'দ। বৈঠকে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, ছাত্র-শিক্ষক বিনিময়, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ, বিজ্ঞান ও পার্সি ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগির একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের সিদ্ধান্তও গৃহীত হয়। এ বিষয়ে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উভয় বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করলে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” প্রসঙ্গত, আল-মুস্তফা আন্তর্জাতিক ইউনিভার্সিটি (MIU) একটি আন্তর্জাতিক ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ইসলামি জ্ঞানের পাশাপাশি আধুনিক বিষয়েও শিক্ষা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা ও অনুমোদিত স্কুল রয়েছে, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। এই বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের (নারী পণ্ডিতসহ) ইসলামি শিক্ষা প্রদান করে থাকে। ডেল্টা টাইমস/মাহফুজুল হক পিয়াস /সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |