প্রধান উপদেষ্টার বিষয়ে স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত: বিশেষ সহকারী ফয়েজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৩:৪৯ পিএম

প্রধান উপদেষ্টার বিষয়ে স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত: বিশেষ সহকারী ফয়েজ

প্রধান উপদেষ্টার বিষয়ে স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত: বিশেষ সহকারী ফয়েজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ সংক্রান্ত যে স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেছিলেন, তা ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (২৩ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। এ ছাড়া এ সংক্রান্ত পোস্টও তিনি সরিয়ে ফেলেছেন। তাঁর ফেসবুক আইডির টাইমলাইনে দুপুরে শেয়ার করা সেই পোস্ট আর দেখা যাচ্ছে না।

নতুন ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন–

‘ডিসক্লেইমার

মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সহ।’

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়াতে থাকে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। এরই প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ দুপুরে তার অবস্থানের কথা জানিয়েছিলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ লিখেছিলেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।’

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছিলেন, ‘দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে'র কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ সময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্সাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।’



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com