বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন
ড. ইউনূস অপারগ হলে রাষ্ট্র বিকল্প খুঁজে নেবে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:১৬ পিএম আপডেট: ২৩.০৫.২০২৫ ৭:০৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ  : ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ : ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন—এমন আভাস পাওয়া গেলেও, তার পদত্যাগ দাবি করছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি সম্পূর্ণভাবে ড. ইউনূসের ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে তিনি দায়িত্ব পালনে অপারগ হলে রাষ্ট্র বিকল্প পথ খুঁজে নেবে।

শুক্রবার (২৩ মে) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন বিএনপি নেতা।

সালাউদ্দিন আহমেদ বলেন, “ড. ইউনূস পদত্যাগ করতে চাইলে সেটি তার ব্যক্তিগত বিষয়। বিএনপি তার পদত্যাগ দাবি করেনি। বরং আমরা আশা করছি, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে জাতির আকাঙ্ক্ষা বুঝে কাজ করবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে যদি তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, সেটিও তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তবে রাষ্ট্র তো বসে থাকবে না। একান্তই যদি তিনি দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়।”

বিএনপির এই সিনিয়র নেতা আশা প্রকাশ করে বলেন, “আমরা এখনো আশা করছি, তিনি তার দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবেন।”

বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন সারজিস আলমের এমন বক্তব্যের জবাবে সালাহউদ্দিন বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি, মেয়র হিসেবে রায় প্রাপ্ত হওয়ার পরও ইশরাককে কেনো শপথ পড়ানো হচ্ছে না সেই কারণে আন্দোলন হয়েছে। এ বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কিছু নেই। রাস্তায় বিএনপিকে নামতে হলো কেন?

তিনি বলেন, সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব। সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং উনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন।

সম্প্রতি বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস কি নিরপেক্ষভাবে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন? বিশেষ করে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার অগ্রগতি না হওয়া এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষিত না হওয়ায়—রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব পরিস্থিতিকে কেন্দ্র করেই গণমাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ড. ইউনূসের ভূমিকা ও তার সম্ভাব্য পদত্যাগ নিয়ে গুঞ্জন ওঠে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সে ক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

অধ্যাপক ইউনূসের এমন ভাবনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। নাহিদ ইসলামের মাধ্যমেই প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com