মিশিগানে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() মিশিগানে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবক নিহত গুলিতে নিহত যুবকের নাম আবদুল আহাদ। তিনি ডেট্রয়েট শহরের ম্যাগডুগাল স্টিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। তার দেশের বাড়ি সুনামগঞ্জের বিশ্বনাথ উপজেলার দোহাল পীরেরবাড়ি গ্রামে। জানা যায়, একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা লাগার ঘটনা রফাদফার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে ডেট্রয়েট পুলিশ মাঠে নেমেছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার কারণ এখনো গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি। স্থানীয়রা জানান, মাসুম আহমেদ গাড়ি চাপায় এবং তার চাচাতো ভাই রুমন আহমেদ ছুরিকাঘাতে আহত হয়েছেন। তারা ডেট্রয়েট হেনরিফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। দুজনের অবস্থা সংকটাপন্ন। মাসুম হ্যামট্রামিক শহরের বাসিন্দা এনাম উদ্দিন দৌলার ছেলে। রুমন একই শহরের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। তাদের দেশের বাড়ি সিলেটের বিয়ানিবাজার উপজেলার গুলাটিকর গ্রামে। পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম বলেছে, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে আহত আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে গতকাল সোমবার বাদ মাগরিব নিহত আবদুল আহাদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ডেট্রয়েট শহরের মসজিদ নূরে অনুষ্ঠিত নামাজে জানাজায় কয়েকশ মানুষ অংশ নেন। মসজিদ নূরের ঈমাম হাফেজ আবুবক্কর সিদ্দিকী এবং বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক জানাজার নামাজের আগে বক্তব্যে দেন। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা ঘটলে সালিশ-সমঝোতার চেষ্টা না করে পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য কমিউনিটির মানুষের প্রতি আহ্বান জানান তারা। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |