বর্ণময় বাংলাদেশ
প্রবাসে বিএডিভির বৈশাখী উৎসবে ঐতিহ্যের জোয়ার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:৫২ এএম

প্রবাসে বিএডিভির বৈশাখী উৎসবে ঐতিহ্যের জোয়ার

প্রবাসে বিএডিভির বৈশাখী উৎসবে ঐতিহ্যের জোয়ার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি (বিএডিভি)-এর উদ্যোগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী আনন্দ উৎসব ১৪৩২। স্থানীয় সময় ২৪ মে স্টিটসন মিডল স্কুলে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং কমিউনিটির ঐক্যের এক উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিএডিভির বর্তমান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া, প্রাক্তন সভাপতিবৃন্দ ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে ফিতা কেটে। সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল সাংস্কৃতিক পর্বের সূচনা করেন।

অনুষ্ঠানসূচিতে ছিল উদ্বোধনী সংগীত, শিশু ও কিশোরদের নৃত্য পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, নতুন সদস্যদের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং প্রাপ্তবয়স্কদের পরিবেশনা।

উৎসবের সূচনা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে ছোট্ট শিল্পীরা তাঁদের কল্পনাশক্তি ও সৃজনশীলতার পরিচয় দেয়। এ পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন ড. মোহাম্মদ শাহিদুল্লাহ ও চিত্রশিল্পী সাজেদা শেলি।

প্রবাসে বিএডিভির বৈশাখী উৎসবে ঐতিহ্যের জোয়ার

প্রবাসে বিএডিভির বৈশাখী উৎসবে ঐতিহ্যের জোয়ার

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “আমার জেলা সবার সেরা” শিরোনামের অঞ্চলভিত্তিক উপস্থাপনা। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতির বিচিত্র রূপ তুলে ধরা হয়। উপস্থাপনায় ছিলেন সহ-সভাপতি সোয়েব আহমেদ।

উৎসবে পেনসিলভানিয়ার গভর্নরের পক্ষে সেক্রেটারি অব পলিসি প্ল্যানিং আকবর হোসেন একটি ঘোষণা পাঠ করেন। ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ শহরের মেয়রের পক্ষ থেকে আরেকটি ঘোষণা পাঠ করেন। পরবর্তীতে উভয় ঘোষণাপত্র সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়ার হাতে তুলে দেওয়া হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন খ্যাতিমান সংগীতশিল্পী শাহ মাহবুব এবং ক্লোজআপ তারকা শশী। এছাড়া ছিল ইন্টার‌্যাকটিভ গেমস এবং প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনমুন কুরেশী ও সাদিয়া নিশাত আহমেদ। রাজিয়া সুলতানা তানিয়ার তত্ত্বাবধানে পরিচালিত চুড়ি, আলতা ও টিপের স্টলটি নারীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

আয়োজক সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ এবং এই উৎসব তারই সফল বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সহ-সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক মিনহাজ সিদ্দিকী। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সঞ্চালনায় ছিলেন মাজরেহা বিনতে জাহের, রুমানা আলম ও সামিয়া সুলতানা শান্ত।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com