জার্নালিস্ট কমিউনিটির বিবৃতি
ঈদের ছুটিতে দায়িত্বপালনকারী সাংবাদিকদের জন্য দ্বিগুণ বেতনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
|
![]() ঈদের ছুটিতে দায়িত্বপালনকারী সাংবাদিকদের জন্য দ্বিগুণ বেতনের আহ্বান সংগঠনটির আহ্বায়ক মো. মাহফুজুর রহমান ও সদস্য সচিব মো. মিয়া হোসেন আজ বুধবার এক বিবৃতিতে বলেন, আগামীকাল ৫ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার ছুটি। সরকারি ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত, মোট ১০ দিন। এই সময়ে অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করলেও দেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যম, টেলিভিশন ও রেডিওতে কর্মরত অনেক সংবাদকর্মী কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করবেন। বিবৃতিতে বলা হয়, “ঈদের ছুটির দিনগুলোতে যারা পেশাগত দায়িত্ব পালন করছেন, তাঁরা একপ্রকার ত্যাগ স্বীকার করছেন। তাঁদের এই পেশাদারিত্ব ও ত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত।” সংগঠনটি সংবাদকর্মীদের জন্য ছুটির ১০ দিনের দ্বিগুণ বেতন অগ্রিম দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী ঈদের বোনাস হিসেবে মূল বেতনের সমপরিমাণ বোনাস প্রদান এবং ছুটির সময় দায়িত্ব পালনকারীদের বেতনের সমপরিমাণ অতিরিক্ত অর্থ প্রদানের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যম মালিকরা যদি এই দাবি মেনে দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দেন, তাহলে তা সাংবাদিক সমাজের প্রতি ন্যায্যতার প্রতিফলন হবে।” ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |