|
যমুনা সেতুতে তীব্র ভোগান্তি, প্রবেশপথে যানজট
ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল, ফিরতি পথে ভোগান্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল, ফিরতি পথে ভোগান্তি গাবতলী, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। যাত্রীদের কেউ এসেছেন পরিবারসহ, কেউ বা একাই। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা নানা ভোগান্তির কথা জানিয়েছেন। উত্তরবঙ্গ থেকে ফেরা অনেক যাত্রীর অভিযোগ, মূল ভোগান্তি হয়েছে যমুনা সেতুতে। দিনাজপুর থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী আবু ইবনুল আজিজ বলেন,
তিনি আরও বলেন, “তীব্র গরমে যাত্রা আরও কষ্টকর হয়ে উঠেছে।” সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাইব হাসান নিয়ম বলেন,
দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা যাত্রীরাও যানবাহনের ধীরগতির অভিযোগ করছেন। রাজধানীর প্রবেশমুখগুলোতে যেমন যাত্রাবাড়ী, কাজলা ও সায়েদাবাদ এলাকায় রয়েছে গাড়ির দীর্ঘ সারি। যাত্রীদের কেউ কেউ টিকিট পেতে ভোগান্তিতে পড়ার কথাও জানিয়েছেন। সিরাজগঞ্জ থেকে ফেরা পোশাক শ্রমিক ইমন আলী বলেন,
অন্যদিকে ঈদের সময় ডিউটি করা চালক মো. আলমাস বলেন,
গাবতলীর স্টার এক্সপ্রেসের কাউন্টার মাস্টার আল মাসুদ বিন বাপ্পী জানান,
রংপুরগামী ডিপজল এন্টারপ্রাইজের চালক মো. মাসুদ বিশ্বাস বলেন,
যাত্রাবাড়ী থানার ট্রাফিক সার্জেন্ট আল আমিন জানান,
তিনি বলেন,
সায়েদাবাদ ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুর রহমান বলেন,
উল্লেখ্য, ঈদের আগে গত ৪ জুন (বুধবার) মধ্যরাত থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট শুরু হয়। ৫ জুন সকাল থেকে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট দেখা দেয়। এতে উত্তরবঙ্গমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েন। ডেল্টা টাইমস/সিআর |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |