নগর ভবনে প্রথম সভা
শপথ ছাড়াই মেয়রের আসনে ইশরাক
নিজস্ব প্রতিবেদক
|
![]() শপথ ছাড়াই মেয়রের আসনে ইশরাক এদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কনফারেন্স রুমে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। নগর ভবনে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা। সভার ব্যানারে তার নামের আগে লেখা ছিল—‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’। সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দিতে দেখা গেছে কয়েকজনকে। সাধারণত যেখানে মেয়র বসেন, সেখানেই বসেন ইশরাক হোসেন। এর আগে রোববার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে ইশরাক হোসেন বলেন, “জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তবে প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।” সোমবারও নগর ভবনের সামনে তার সমর্থকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বেলা ১১টার পর তিনি নগর ভবনে প্রবেশ করেন এবং জরুরি সেবাবিষয়ক ওই সভায় অংশ নেন। দীর্ঘদিন ধরে শপথ অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি পালন করছেন ইশরাক ও তার অনুসারীরা। একাধিকবার গণমাধ্যমে তিনি বলেছেন, সরকার শপথের আয়োজন না করলে শহীদ মিনারে নিজেই কর্মীদের সঙ্গে শপথ নেবেন। এদিকে শপথ না নিয়েই মেয়রের মতো কার্যক্রমে অংশ নেওয়ায় বিষয়টি নিয়ে mixed প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ইশরাকের পদক্ষেপকে ‘জনগণের রায় বাস্তবায়ন’ বললেও, কেউ কেউ প্রশ্ন তুলেছেন—“আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে দায়িত্ব পালন কতটা গ্রহণযোগ্য?” উল্লেখ্য, বিএনপি নেতা ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও তিনি এখনো শপথ নেননি। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |