নারী বিশ্বকাপ: ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুতে, পাকিস্তান কলম্বোতে
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() নারী বিশ্বকাপ: ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুতে, পাকিস্তান কলম্বোতে বেঙ্গালুরুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গ্লোবাল কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে তারা ভারতের মুখোমুখি হবে। এছাড়াও তারা বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে এবং ২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। । বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এরপর তিনটি নকআউট ম্যাচ হবে। খেলাগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গৌহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বো - এই পাঁচটি ভেন্যুতে আয়োজন করা হবে। ২০২৫ সালের আসরটি ২০২২ সালের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের সাথে একবার করে খেলবে। শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। স্বাগতিক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। লাহোরে অনুষ্ঠিত কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশ শেষ দুটি দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |