নারী বিশ্বকাপ: ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুতে, পাকিস্তান কলম্বোতে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:২৯ পিএম

নারী বিশ্বকাপ: ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুতে, পাকিস্তান কলম্বোতে

নারী বিশ্বকাপ: ভারতের সঙ্গে বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুতে, পাকিস্তান কলম্বোতে

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে। তবে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে রাখা হয়েছে। বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি ৫ অক্টোবর অক্টোবরের ৫ তারিখে সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

বেঙ্গালুরুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গ্লোবাল কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে তারা ভারতের মুখোমুখি হবে। এছাড়াও তারা বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে এবং ২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। ।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এরপর তিনটি নকআউট ম্যাচ হবে। খেলাগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গৌহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বো - এই পাঁচটি ভেন্যুতে আয়োজন করা হবে।
২০২৫ সালের আসরটি ২০২২ সালের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের সাথে একবার করে খেলবে। শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

স্বাগতিক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। লাহোরে অনুষ্ঠিত কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশ শেষ দুটি দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com