জটিল এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৫২ পিএম

জটিল এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

জটিল এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জটিল আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত হয়েছে সময়সীমা ও দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ১০ কর্মকর্তাকে।

সোমবার (১৬ জুন) এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক অফিস আদেশ থেকে এই বিষয়ে জানা গেছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সকল সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি দশ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশে তাদের দায়িত্বের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে—

ক) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণকে তাদের অঞ্চলের/জেলার অনিষ্পন্ন আবেদনসমূহ ৩০ জুন, ২০২৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে;

খ) আঞ্চলিক নির্বাচন কর্মকতাগণকে ‘গ’ ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তিসহ ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধান করতে হবে;


গ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা বিবেচনায় পার্শ্ববর্তী সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাগণকে (যাদের অনুকূলে ইতোমধ্যেই User ID Roll প্রদান করা হয়েছে) দায়িত্ব বন্টন করবেন;

ঘ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে পুরাতন আবেদনসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে;

পরিচালক (পরিচালনা)-কে ক্র্যাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং ওই কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালক বরাবর দাখিল করবেন।

নির্বাচন কমিশন এনআইডি সংশোধনের আবেদনগুলোর জটিলতার ধরন অনুযায়ী কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করে থাকে। বর্তমানে তিন লাখের বেশি আবেদন মাঠ পর্যায়ে পড়ে আছে। যেগুলো আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে সংস্থাটি।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com