|
মাদক পুনর্বাসনকে কেন্দ্র করে শ্যালক-দুলাভাইর প্রাণঘাতী বিবাদ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
|
![]() মাদক পুনর্বাসনকে কেন্দ্র করে শ্যালক-দুলাভাইর প্রাণঘাতী বিবাদ নিহত শহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর অভিযুক্ত শ্যালক জুয়েল রানা পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে। তারা দুলাভাই-শ্যালক সম্পর্কের মধ্যে ছিলেন। কালাই থানা থেকে জানা যায়, শ্যালকের বাবা আবুল কাশেম বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেখানে ছেলে জুয়েলের চিকিৎসার জন্য মাদক পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল বৈঠকের সময় দুলাভাই শহিফুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ঘরের ভেতরে গিয়ে হাতে থাকা চাকু দিয়ে শহিফুলের বগলে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই রক্তক্ষরণের কারণে মারা যান। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা বাড়িতে জড়ো হয় এবং উত্তেজিত জনতা ওই বাড়িতে থাকা দুটি গরু, খাদ্যসামগ্রী ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে জুয়েল পালানোর সময় মাঠ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে। নিহতের চাচা আব্দুল্লাহ অভিযোগ করেন, “আমার ভাতিজাকে শশুর ও শ্যালক মিলে হত্যা করেছে। আমি তার সুষ্ঠু বিচার চাই।” স্থানীয়রা জানান, জুয়েলের মানসিক সমস্যা রয়েছে। চিকিৎসার জন্য পরিবারের আলোচনা চলছিল, যা নিয়েই তার সঙ্গে দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হয় এবং খুনের ঘটনা ঘটে। ডেল্টা টাইমস/মিজানুর রহমান / সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |